খেরসনে রুশ হামলায় নিহত ২, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইউক্রেনের খেরসন শহরে রাশিয়ার গোলাবর্ষণে দুই ব্যক্তি নিহত ও শহরটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। গত  বৃহস্পতিবার ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা এই দাবি করেছেন। সম্প্রতি রাশিয়ার দখল থেকে শহরটি মুক্ত করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো টেলিগ্রামে বলেছেন, শত্রুরা শহরের প্রাণকেন্দ্রে আবারও হামলা চারিয়েছে। খেরসন ওভিএ ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে এবার হামলা হয়েছে। ভবনটিতে গতকাল হামলা হয়েছিল। তিনি জানান, প্রাথমিক পাওয়া তথ্য অনুসারে দুই ব্যক্তি নিহত হয়েছে।

টিমেশেঙ্কো বলেছেন, খেরসন শহর একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন। শিপ জেলায় গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার ভারী গোলাবর্ষণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এর আগে ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, পূর্বাঞ্চলে রাশিয়ার দখলকৃত শহর ডনেস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানকার রুশ সমর্থিত মেয়র দাবি করেছেন, ২০১৪ সালের পর এটি বড় ধরনের হামলা। শহরটির রুশ মনোনীত মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে বলেন, ‘সকাল ৭ টায় ডনেস্কের কেন্দ্রবিন্দুতে হামলা হয়েছে। বিএম-২১ গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার থেকে বেসামরিক শহরের ওপর ৪০টি রকেট ছুড়েছে তারা। এটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।’

Leave a Reply

Your email address will not be published.