প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় সতর্ক করেছেন ইরানের এক কর্মকর্তা। গত বৃহস্পতিবার তিনি বলেছেন, ইরানের ধৈর্য ‘অসীম নয়’। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে অভিযোগের মধ্যে জেলেনস্কির প্রতি এই সতর্কবার্তা উচ্চারণ করলো তেহরান। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
ইউক্রেনের ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন ব্যবহারের কথা অস্বীকার করে আসছে ইরান। কিন্তু তাদের এই দাবিকে চ্যালেঞ্জ করে আসছেন পশ্চিমা ও ইউক্রেনীয় কর্মকর্তা এবং সংবাদমাধ্যম।
জুলাই মাসে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান প্রথম বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে রাশিয়াকে কয়েকশ’ ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ইরান।
পরে ওয়াশিংটন পোস্ট অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, ১৯ আগস্ট ইরানের কাছ থেকে প্রথম ড্রোনের চালান গ্রহণ করেছে রাশিয়া।
চলতি মাসের শুরুতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক গোয়েন্দা আপডেটে বলেছে, রাশিয়া হয়ত ইরানের কাছ থেকে আরও ড্রোন সংগ্রহ করেছে।
গত বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগকে জেলেনস্কির পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে অভিযোগের পুনরাবৃত্তি ও রুঢ় মন্তব্য।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরান বারবার এসব ভিত্তিহীন অভিযোগের জবাব দিয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উভয়পক্ষকে কোনও সামরিক সরঞ্জাম সরবরাহ করেনি।
মুখপাত্র আরও বলেছেন, জেলেনস্কির ভালো করে জানা উচিত যে, এমন অভিযোগের ক্ষেত্রে ইরানের কৌশলগত ধৈর্য অসীম নয়।
যুক্তরাষ্ট্রের সমর্থনে নিজেদের প্রতিষ্ঠিত করা অপর রাজনীতিকদের ভাগ্য থেকে শিক্ষা নেওয়ার জন্য জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন কানানি।