ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে: ভোরে ৩১ বার তো তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা,জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কসবা সরকারি বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা ,মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্বর্ধনা, আলোচনা সভা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।
কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুসকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন ও অফিসার ইনচার্জ
কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম।
বিকেলে উপজেলা পরিষদ মিনারতনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সমার্থনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ রাশেদুল কাউসার ভূয়া জীবন বিশেষ অতিথি ছিলেন কসবা পরমের মোঃ গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য ও প্যানেল মেয়র মোঃ আজিজ, সহকারী কমিশনার (ভূমি)সঞ্জীব সরকার,ওসি (তদন্ত) মোঃ হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহিদুল্লাহ, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান ,প্রার্থী অপরাধ পত্র সম্পাদক খ,ম,হারুনুর রশিদ আলী ও উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহ্বায়ক কাজী মানিক। বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা সন্তান কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আশরাফ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান।
সর্বশেষে ছিল মনোঞ্জন সংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী নূর শাহজাদী ইয়াসমিন পপি, কবি শারমিন সুলতানা, স্থানীয় জনতা ব্যাংক ব্যবস্থাপক এখলাছ খান ও উদিতা কবিতা আবৃত্তি করে দর্শকদের প্রশংসা করিয়েছেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক মুক্তিযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।