ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করলো বেলারুশ

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ব্রেস্ট সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে প্রতিবাদ জানিয়েছে বেলারুশ। বেলারুশে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সরকার। ব্রেস্টের সামরিক কমিশনার ওলেগ কোনভালভ গত বৃহস্পতিবার বলেন, এ ঘটনায় স্থানীয়দের উদ্বেগের কিছু নেই।

আনুষ্ঠানিক প্রতিবাদ জানতে মিনস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করা হয়। মন্ত্রণালেয়ের মুখপাত্র  জানান, বেলারুশের দৃষ্টিকোণ থেকে এই ঘটনা খুবই গুরুতর। আমাদের দাবি, ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই ঘটনায় গুরুত্বসহকারে তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেয়।

উল্লেখ্য, বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্রেস্ট সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। গত বৃহস্পতিবার বেলারুশ সময় সকাল দশটার দিকে এটি ভূপাতিত করা হয়।

বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা এর আগে জানিয়েছিল, ইউক্রেনের একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র বেলারুশ ভূখণ্ডে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে নাকি মিসফায়ার ছিল খতিয়ে দেখছে।

এ ঘটনায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র স্বীকার করে বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফলাফল এটি। কোনও অদ্ভুত ঘটনা নয়। এমন কিছু আগেও একাধিকবার ঘটেছে।

বেলারুশ অঞ্চলে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ভূপাতিতের আগে, ইউক্রেনজুড়ে ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহতে ব্যস্ত ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শত্রুদের ছোড়া ৫৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.