প্রশান্তি ডেক্স॥ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সরকার বিচার বিভাগ ও আদালতের কাজে হস্তক্ষেপ করে না। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শুনেছি, হাইকোর্ট থেকে যে জামিন দেওয়া হয়েছিল, সেখানে কিছু ব্যত্যয় ঘটেছে। সে জন্য তিনি আপিল বিভাগে গেছেন।’
গত শুক্রবার (৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলস্টেশন এলাকায় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতে সৃষ্ট ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া জজসহ অন্য জজরা আবেদন করেছেন। পাশাপাশি একটি ভিডিও পাঠিয়েছেন। সেই ভিডিওতে দেখা গেছে একজন বিচারকের প্রতি তাদের (আইনজীবী) আচরণ খারাপ ছিল। সেটা আমি শুনেছি। এর পরিপ্রেক্ষিতে আমি দেখেছি, হাইকোর্ট একটি রোল প্লে করেছে। এখন সেটি আদালতের বিষয়। এ নিয়ে আমার কোনও মন্তব্য নেই।’