ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বকেয়া বেতনের দাবীতে পাঠদান বর্জনের ঘোষনা দিয়েছেন আড়াইবাড়ী সাঈদীয়া ইসলামিয়া কামিল মাদরসার শিক্ষকগন। গতকাল বুধবার দুপুরে মাদরাসার মাঠে দাড়িয়ে শিক্ষকগন মৌখিকভাবে তাদের সমস্যার কথা সাংবাদিকদের নিকট তুলে ধরেন । এসময় মাদরাসার প্রায় ৩৫ জন শিক্ষকের সাথে অংশ নেন মাদরাসার কর্মচারীরাও। তারাও বেতন পাননা গত দুই মাস ধরে।
শিক্ষকগন জানান, গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষকগন। ফলে তাদের মানবেতর সময় পার করতে হচ্ছে। বেতন না পাওয়ার কারন হিসেবে মাদরাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সাইয়িদ মোহাম্মদ ফারুক’র উদাসিনতাকে দায়ী করছেন শিক্ষকগন। যতদিন পর্যন্ত বেতন না পাবেন ততদিন পর্যন্ত কোন শিক্ষক পাঠদানে শ্রেনীকক্ষে যাবেন না বলে জানান শিক্ষকগন। এতে শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।
শিক্ষক মোসলেহ উদ্দিন সাঈদী জানান, বেতন না পেয়ে আমরা কিভাবে সংসার চালাবো। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসব বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছেনা। আমরা এই সমস্যা নিরসনে এলাকার সাংসদ আইনমন্ত্রীসহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আড়াইবাড়ী সাঈদীয়া ইসলামীয়া কামিল মাদরসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সায়্যিদ মোহাম্মদ ফারুক জানান, শিক্ষকরা কেন বেতনের জন্য পাঠদান বন্ধ করেছেন এবং আমাকে দোষারোপ করছেন তা আমার জানা নেই। আমিওতো তাদের মতো কয়েকমাস ধরে বেতন পাচ্ছিনা। পাঠদান বন্ধ করলে শিক্ষার্থীদের বড় ধরনের ক্ষতি হবে। মাদরাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে জটিলতায় গত কয়েকমাস ধরে আমিসহ শিক্ষকদের বেতন বন্ধ হয়ে আছে। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অচিরেই সমস্য নিরসন হবে বলে আশা করছি।