প্রশান্তি ডেক্স\ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো মনে করে, আইএমএফ’র শর্ত পুরণ করতেই গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ঋণ পাওয়ার উপযোগী বলেই বাংলাদেশকে ঋণ দিচ্ছে আইএমএফ। সরকারের এমন ব্যাখা মূলত বাস্তবতাকে আড়াল করার চেষ্টা। বাংলাদেশের অতীত অভিজ্ঞতাই বলে আইএমএফ’র শর্ত মেনে ঋণ নেওয়ার পরিণাম দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি বরং তা জনগণের ঘাড়ে বোঝা চাপিয়েছে।’
বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বলেছে, ‘বিইআরসিকে পাস কাটিয়ে সরকার নতুন আইনের ক্ষমতাবলে গ্যাস-বিদ্যুতের ক্ষেত্রে যে মূল্যবৃদ্ধি ঘটালো তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্য দিকে গ্যাস-বিদ্যুত-জ্বালানি খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে সরকারের কর্ণপাত না করা জনগণকে হতাশ করেছে। এ ধরণের পদক্ষেপ সরকারের উন্নয়ন নীতিকেই প্রশ্নবৃদ্ধ করবে।’