এ দেখাই শেষ দেখা নয়

গত মঙ্গলবার ১০/০১/২০২৩ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাজনগর নিবাসী মরহুম শহীদ আবদুর রশীদ ভুইয়ার পুত্র জনাব মো: তাজুল ইসলাম সাহেব পৃথিবীর মায়া ত্যাগ করে স্বর্গীয় পিতা-মাতার কাছে এমনকি প্রীয়তমা স্ত্রীর সান্নিধ্যে তথাপি মহা খোদা তায়ালার সঙ্গে স্থায়ী আবাসে মিলিত হন। আমরা তার আত্মার শান্তি এবং স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা শহীদ উপাধিপ্রাপ্ত এবং সেইক্ষেত্রে তিনি শহীদ পরিবারেরও সন্তান।

তিনি সুস্থ্যসবল অবস্থায়ই নিজ বাড়ির আঙ্গিনায় মুত্যুযন্ত্রণায় কাতর হলে তাকে কসবা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্রে ভর্তি করানো হয়। স্থানীয় ডাক্তারদ্বয় তার সর্বাত্মক চিকিৎসা চালিয়ে দ্রুত নিউরো সাইন্স হাসপাতাল ঢাকায় রেফার করেন এবং সেই সূত্রে তিনি ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে কসবা থেকে ঢাকার আনার পথে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং সেই জ্ঞান হারানোবস্থায় থেকেই ৩০ঘন্টা চিকিৎসায় থেকে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তিনি অসংখ্য গুণগ্রাহী আত্মীয়পরিজন, সন্তান, স্ত্রী, কন্যা ও ভাই-বোন রেখে গেছেন। প্রত্যেকেই তার অকালে চলে যাওয়াটা মেনে নিতে পারেনি বরং সৃষ্টিকর্তার আরাধনায় করজোরে মোনাজাত করেন। এভাবে চলে যাওয়ার কথা না থাকলেও চলে যেতে হয় এবং হবে ও অতিতে হয়েছে। তাই জন্ম এবং মৃত্যু এই দুই-ই মেনে নিতে হবে এবং হয়েছে। আর প্রত্যেকেই মৃত্যুর স্বাদ প্রকারান্তরে গ্রহন করিবেন। তবে আশার কথা হলো মৃতদের সঙ্গে আবার দেখা হবে এই আশাটাই এখন আমাদের পরম পাওয়া। আল্লাহ সকলকেই তৌফিক ও নেক হায়াত দান করুন।

Leave a Reply

Your email address will not be published.