কসবা পৌরশহরের নির্মিত মডেল মসজিদ উদ্বোধন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া কসবায় পৌর শহরের নির্মিত মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত সোমবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে সারা দেশের নবনির্মিত মডেল মসজিদসহ ৫০ মডেল মসজিদ উদ্বোধন করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে আরডিপিপি মূল্য ১৪ কোটি ২৮ লাখ টাকা ও চুক্তিমূল্য ১১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন খাগড়াছড়ি জেলার মিলনপুর সদরের ঠিকাদারি প্রতিষ্ঠান এস অনন্ত বিকাশ ত্রিপুরা।

মসজিদ উদ্বোধন উপলক্ষে কসবা মডেল মসজিদ হলরুমে আলোচনা সভার আয়োজন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাসেদুল কাউসার ভুঁইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, কসবা পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন, অধ্যক্ষ আকরাম খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা, শিক্ষক ,সাংবাদিক, উপজেলা বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.