ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি॥ গত ২৭ জানুয়ারি বিকেলে কসবা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মেহারী খেলার মাঠে এক জনসভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি আপনাদের সন্তান। আমি ভোট চাইবো না। ভোটের বাক্স থাকবে, যদি মনে করেন সন্তানকে কাছে রাখা দরকার তাহলে আমার বাক্সে ভোট দেবেন।
তিনি বলেন, সারা পৃথিবী বলছিলো পদ্মা সেতু হবে না, বিশ্ব ব্যাংক বলছিলো পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, কানাডার আদালতে তা মিথ্যা প্রমানীত হয়েছে। শেখ হাসিনা জনগনের টাকায় পদ্মা সেতু তৈরি করেছেন। বিএনপির লোকদের লজ্জা নেই তারা এখন পদ্মা সেতু দিয়ে দক্ষিন বাংলায় সভা করতে যান।
জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ঘরে বিদ্যুৎ দিয়েছেন। মেট্রোরেল তৈরি করেছেন। কর্নফুলী নদীতে ট্যানেল নির্মান করে দেশকে উচ্চ মাত্রায় নিয়ে গেছেন।
বিএনপি হিংসায় অন্ধ হয়ে গেছে। তারা সরকারের উন্নয়ন চোখে দেখেন না। খালেদা জিয়ার পুত্র মাদকাসক্ত ছিলেন। সাজাপ্রাপ্ত হয়েছিলো। সিঙ্গাপুরে মারা গিয়েছেন। অথচ বিএনপির নেতারা বলেন সে নাকি ষড়যন্ত্রের শিকার হয়ে মারা গেছেন।
এবছরের শেষেদিকে অথবা ২০২৪ সালের শুরু অর্থবহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আপনারা নৌকাকে জয়যুক্ত করে সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদকে নির্মুল করবেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠালাভ করবে।
মেহারী মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোর্শেদ আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কসবা উপজেলা চেয়ারম্যান, এডভোকেট রাশেদুল কাউসার জীবন, কসবা পৌর মেয়র এম. জি হাক্কানী, সাবেক চেয়ারম্যান মো. আলম, রুমানা ফেরদৌস প্রমুখ।