ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য ও মন্দির পরিচালনা কাজের একজন একনিষ্ঠ কর্মী, কসবা পুরাতন বাজারের একসময়ের জনপ্রিয় জলযোগ মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী এবং কসবা মিলন সংঘের অন্যতম সদস্য শ্রী মিলন চন্দ্র সাহা (৮৫) দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় গত রবিবার ২২ জানুয়ারি দুপুরে পৌর সদরের নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
গত রবিবার বিকেলে কসবা হিন্দু সৎকার সংগঠনের সদস্যদের সহযোগিতায় পৌর কেন্দ্রীয় শ্মশান ঘাটে তাকে সৎকার করা হয়।
এদিকে মিলন সাধুর মৃত্যুতে কসবার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোলেমান খান, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংকের ম্যানেজার মানিক চন্দ্র রায়, ফটিক কান্তি রায়, সন্তোষ কুমার সাহা, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ভজন শংকর আচার্য্য, ডাক্তার অনিল রঞ্জন ভৌমিক, কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার রায়, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।