প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ব্যাপক সামরিক মহড়া দেখিয়ে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ভয়াবহ যুদ্ধেরই এক বছর পূর্ণ হতে চলছে। প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, ‘আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে আবারও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এর জন্য হাজার হাজার সেনা সংগ্রহ করছে মস্কো।’
প্রতি বছরের ২৩ ফেব্রুয়ারি পুরুষ দিবস হিসেবে ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে উদযাপ করে আসছে রাশিয়া। দিনটি সেনাবাহিনীর সঙ্গে কাটান রুশ প্রেসিডেন্ট পুতিন।
গত বুধবার ইউক্রেনের বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। নিজ ভূখণ্ডে এমন হামলার প্রসঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘রাশিয়ার সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের একমাত্র উপায় হলো তাদের পরাজিত করা। আর তা সম্ভব ট্যাংক, যুদ্ধ বিমান এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে।’
গত কয়েকদিন পশ্চিমাদের কাছে জোরালোভাবে যুদ্ধ বিমান চেয়ে আসলেও এখন পর্যন্ত কোনও দেশের কাছ থেকে আশ্বাস পাননি জেলনস্কি। তবে উন্নতপ্রযুক্তির ট্যাংক লেপার্ড-২ এবং আব্রামস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি মিত্র দেশ।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ধারণা করছেন, আগামী ২৪ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ইউক্রেনে নতুন হামলার জন্য ৫ লাখ সেনা সংহতির প্রচেষ্টা চালাচ্ছে মস্কো। গত বছরের সেপ্টেম্বরেও ৩ লাখ সেনা সংগ্রহের ঘোষণা দিয়েছিলেন পুতিন। দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে এই সেনা সংহতির প্রয়োজন ছিল বলে মনে করেন পুতিন।
ওলেক্সি রেজনিকভের মতে, ইউক্রেনে মস্কোর মোতায়েন সামরিক সদস্যের সংখ্যা প্রকৃত অর্থে অনেক বেশি হতে পারে। সব মিলিয়ে যুদ্ধ দীর্ঘায়িত হতে যাচ্ছে বলে মনে করেন তিনি। এদিকে মার্কিনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) বলছে, মস্কো পূর্ব ইউক্রেনে একটি ‘বড় আক্রমণ’ শুরু করতে পারে।
কিন্তু প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ বলেন, ‘ইউক্রেনের কমান্ডাররা রুশ বাহিনীর অগ্রসরের আগেই পাল্টা আক্রমণের প্রস্তুতি নেবে এবং প্রতিহত করবে। আমি বিশ্বাস করি যে ২০২৩ সাল বিজয়ের বছর হতে পারে।’ সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি