বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে সন্তুষ্ট বেলজিয়ামের রানি

বাআ॥ গত সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় সফরের প্রথম দিনে নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেল্স পরিদর্শন করে সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক তৈরির কারখানা পরিদর্শনে যান রানি। এসময় কারখানার অবকাঠামো থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। কর্মীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন। কথা বলে জানার চেষ্টা করেন—কতটা মানা হচ্ছে আন্তর্জাতিক মান। রানিকে টি-শার্ট উপহার দেন ফতুল্লার ফকির অ্যাপারেলসের নারী কর্মীরা।

বিজিএমইএ ও বিকেএমইএ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সবুজ কারখানার তালিকায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ। বেলজিয়ামের রানির এই সফরের মধ্যে দিয়ে বহির্বিশ্বে ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। বৈশ্বিক সঙ্কটের এই সময়ে ঠিকমতো দাম পাওয়া না গেলে এই ধারাবাহিকতা রক্ষা কঠিন হবে।

তিন দিনের সফরে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছান বেলজিয়ামের রানি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বেলজিয়ামের রানি। এরপর যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও যশোরের জলাবদ্ধতা ও বন্যাপ্রবণ এলাকায়।

বেলজিয়ামের রানি মাথিল্ডে ক্রিস্টিয়ানা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের অ্যাডভোকেট হিসেবে কাজ করেন। জাতিসংঘ মহাসচিবের এসডিজি-বিষয়ক ১৭ পরামর্শকের একজন তিনি।

Leave a Reply

Your email address will not be published.