প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৭৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন সদস্যের এক পরিবারকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই ভাই ও তাদের মা রয়েছেন। গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে তুরস্কে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর অংশীদার নেটওয়ার্ক সিএনএন তুর্ক এর মালিনাকানাধীন কানাল ডি-এর সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কাহরামানমারাস অঞ্চলে পাজারজিক এলাকায় এক শিশুকে উদ্ধারের জন্য ছুটে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। কিছুক্ষণ পর উদ্ধার টিমকে একটি বড় কম্বলে একটি শিশুকে বহন করতে দেখা যায়। ধ্বংসস্তূপে থেকে দুই ভাইকে বের করার পর তাদের মা হাতিস ইগদে-কেও উদ্ধার করা হয়।
কানাল ডি-এর তথ্য অনুসারে, ছেলে দুটির নাম মেহমেত নাইম ইগদে ও মেলিহ ইগদে।
উদ্ধারকর্মীরা বলেছেন, স্থানীয় সময় গত বুধবার রাত ১০টায় উদ্ধার অভিযান শুরু করা হয়। রাত ১১টায় তারা একটি কণ্ঠ শুনতে পান। পরে রাতভর তারা উদ্ধার কাজ চালিয়ে যান।
তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬২ জনে। বাআ॥ প্রশান্তি গত বৃহস্পতিবার উভয় দেশের কর্মকর্তারা ভূমিকম্পে হতাহতের হালনাগাদ সংখ্যা জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন দিনগুলোতে উভয় দেশে মৃত ও আহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারণ এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: সিএনএন