প্রশান্তি ডেক্স॥ আওয়ামী লীগের কৌশলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরাজিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়।’
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী নবীন দল। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘আওয়ামী লীগ বিগত আন্দোলনগুলোতে একটি কৌশল প্রয়োগ করতো। নিজেরাই গান পাউডার দিয়ে মানুষ হত্যা করে, নিজেরাই বোমা মেরে, বাসে আগুন দিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপাতো। সেই কৌশলকে আজকে পরাজিত করেছে আমাদের নেতা তারেক রহমান।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তির জন্য কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার কৌশলের কাছে এখন আওয়ামী লীগ হেরে যাচ্ছে বারবার।’
বর্তমান সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘এই হাসিনা সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়। কোনও কৌশল নয়। ২০১৮ সালে আপনাদের (আওয়ামী লীগ) বিশ্বাস করেছিলাম। আপনারা আশ্বস্ত করেছিলেন— নিরপেক্ষ ভোট করবেন। আপনারা (সরকার) আবার নতুন কৌশল শুরু করেছেন। আপনারা বলা শুরু করেছেন, আপনারা নাকি আবারও নিরপেক্ষ নির্বাচন করবেন। আপনাদের আর আমরা বিশ্বাস করি না।’
জাতীয়তাবাদী নবীন দলের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালণায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. নিপুন রায় চৌধুরী প্রমুখ।