ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ৭ বছর পর গত (১৮ ফেব্রুয়ারি) সকালে সেবার মান বৃদ্ধির লক্ষে ৫০ শয্যা কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়। দীর্ঘ ৭ বছর পর সভা করায় কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন অসন্তোষ প্রকাশ করেন। কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃঅরুপ পালের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন বলেন, উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি আইনমন্ত্রী আনিসুল হক এমপি কসবা উ্পজেলার জনগনের স্বাস্থ্য সুরক্ষার জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছেন। এখানে গর্ভবতী মায়েদের শিশু প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কোনাকাটা সাব সেন্টারে বিনামূল্যে দুটি অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। বন্ধ থাকা এক্সরে মেশিন,ইসিজি মেশিন,রক্ত পরীক্ষা কেন্দ্র চালু করলেও জনগন সঠিক সেবা পাচ্ছেনা বলে অভিযোগ রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বিশাল পুকুরটি বহুবছর যাবত ইজারা না দিয়ে কতিপয় কর্মচারী ভোগ করছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ।অভ্যন্তরে দোকান-পাট চালু করে পরিবেশ নষ্ট করছে। জনগনের পক্ষ থেকে নানা অনিয়মের অভিযোগ হওয়ায় আইনমন্ত্রী মহোদয় রুষ্ট হয়েছেন। চেয়ারম্যান আরো বলেন-আমরা এখন থেকে প্রতিমাসে সভা করবো। ডাঃ অরুপ পাল বলেন প্রতিমাসে সভা অনুষ্টিত হলে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান দ্রুত উন্নতি হবে। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন কসবা পৌর মেয়র এমজি হাক্কানী,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান সায়েদুর রহমান মানিক,পৌর আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম সরকার প্রমুখ।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post