ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি\ স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রয়োজনে পানি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে পানি সম্পদ সেবা সাপদাহ ও প্রদর্শনী ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সফল আইনমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা এডভোকেট আনিসুল হক এমপি।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ গোলাম সারোয়ার, পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকার, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডা: তারেক মোহাম্মদ। অনুষ্ঠানে খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেসার্স বিজনা পোল্ট্রি ফার্ম স্বত্ত্বাধিকারী জি, এম ইকবাল। প্রদর্শনীতে হাঁস মুরগি ও গবাদি পশুর ২২টি স্টল
বসেছে।
প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক এমপি পানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন । তিনি আগামীতে আরো ব্যাপক আকারে পানিসম্পদ সেবা সপ্তাহ উদযাপনের ব্যাপারে আয়োজনকারীদের পরামর্শ দেন।