ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (৯ মার্চ) কসবার কুটি ইউনিয়ন পরিষদ চত্বরে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ৭৮৬ ফ্যামিলি কাডধারীর মাঝে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে উপজেলার টিসিবির ডিলার মোঃ আবু কাওছার এর মাধ্যমে প্রতি কাডধারীর মাঝে ২ কেজি তৈল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা ও ১ কেজি চিনি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
টিসিবির পণ্য বিক্রি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আমিমুল এহসান খান । এ সময় ট্যাগ অফিসার উপ সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ শরিফুল ইসলাম, কুটি ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ উজ্জল হোসেন, কুটি ইউপি আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক মুস্তাক আহমেদ ও শামীম রেজা, কুটি ইউপি যুবলীগ সভাপতি মোঃ আখতার হোসেন মেহেদী, কুটি ইউপি ছাত্রলীগ যুগ্ন আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন, ইউপি সদস্যগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।