জাকের পার্টির ইসলামী সম্মেলন

প্রশান্তি ডেক্স ॥ দেশ ও জাতির উন্নতি, অগ্রগতি এবং শান্তিকামী মানবতার ঐক্য কামনা করে দেশজুড়ে ৪ শ’ উপজেলায় জাকের পার্টির ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমকে গত বৃহস্পতিবার (৯ মার্চ) জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি এসব তথ্য জানান।

বিরাজমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধে উৎসারিত আদর্শের আলোকে সব ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে প্রগতিশীল বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, পরমত সহিষ্ণুতা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুতকরণের ওপর গুরুত্বারোপ করা হয় সম্মেলন থেকে।

Leave a Reply

Your email address will not be published.