ব্রায়ানস্কে আক্রমণের প্রতিশোধে ক্ষেপণাস্ত্র হামলা: রাশিয়া

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে আক্রমণের প্রতিশোধ হিসেবে গত বুধবার দিবাগত রাতে ইউক্রেনজুড়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে রুশ সীমান্তের ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনীয় নাশকতাকারীরা অনুপ্রবেশ করেছিল বলে অভিযোগ তুলেছিল রাশিয়া। তবে নাশকতার চেষ্টাকারীরা ইউক্রেনের হয়ে লড়াইরত রুশ স্বেচ্ছাসেবী বলে উল্লেখ করেছে সিএনএন। এমন ঘটনার পর সীমান্তে একটি রুশ পর্যবেক্ষণ টাওয়ারে হামলার কথা স্বীকার করে ইউক্রেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত সপ্তাহে ব্রায়ানস্ক অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিশোধ হিসেবে গত বুধবার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, খিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ নির্ভুল আঘাতে সক্ষম দূরপাল্লার বিমান, সাগর ও স্থলভিত্তিক অস্ত্র দিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর অবকাঠামো, সামরিক শিল্প ভবন এবং এগুলোকে সেবাদানকারী জ্বালানি অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।

রুশ মন্ত্রণালয় দাবি করেছে, হামলার সব নিশানায় আঘাত হানতে সক্ষম হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মনুষ্যবিহনী আকাশযান ধ্বংস, বিদেশি অস্ত্রের রেলপথে স্থানান্তরে বিঘ্ন, সামরিক সরঞ্জাম মেরামতের কারখানা এবং গোলাবারুদ উৎপাদন অচল করে দেওয়া হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, ইউক্রেনের রাজধানীসহ একাধিক অঞ্চলে রাশিয়া ৮১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় অন্তত ১১জন নিহতের কথা জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষগুলো।

Leave a Reply

Your email address will not be published.