কসবায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (৭ ই মার্চ) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমূল এহসান খানের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মোঃ একতিয়ার আলম রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ ও বিনাউটি ইউপি আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন।  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহাম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক শারমিন সুলতানা ও মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদ ভূঁইয়া। পরে পরিবেশিত হয় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published.