কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধবিমানের ধাক্কায় মার্কিন ড্রোন বিধ্বস্ত

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি এসইউ-২৭ যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর ইউরোপীয় কমান্ড এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

মার্কিন বিমানবাহিনীর জেনারেল জেসন হেকার বলেন, আমাদের এমকিউ-৯ উড়োজাহাজ আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় রাশিয়ার একটি যুদ্ধবিমান গতিরোধ ও আঘাত করে। ফলে ড্রোনটি দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়।

হোয়াইট হাউজ বলেছে, ড্রোনের ঘটনাটি ‘অনিরাপদ’, ‘অপেশাদার’। মুখপাত্র জন কিরব বলেন, কৃষ্ণ সাগরে মার্কিন সেনাবাহিনীর রিপার গোয়েন্দা ড্রোনকে রুশ যুদ্ধবিমান এস-২৬ এর আঘাত উল্লেখযোগ্য ঘটনা। তিনি বলেছেন, অতীতে এমন গতিরোধের ঘটনা ঘটলেও এটি ছিল ‘অনিরাপদ’, ‘অপেশাদার’ এবং এতে মার্কিন উড়োজাহাজ সাগরে পড়ে ডুবে গেছে। ফলে এই ঘটনাটি আলাদা। মুখপাত্র বলেছেন, ড্রোনের ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.