কসবায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভজন শংকর আচার্য্য কসবা, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বৃহস্পতিবার (২৩ মার্চ) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  ২০২২-২৩ অর্থ বছরে খারিপ -১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসার হাজেরা বেগমের বাস্তবায়নে কসবা উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খান এর সভাপতিত্বে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানী, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রুহুল আমিন সরকার প্রমুখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ক্ষুদ্র প্রান্তিক দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন। প্রতিজন কৃষকের মধ্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি পাট বীজ বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.