ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার ( ১৭ মার্চ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমূল এহসান খানের সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌর সভার মেয়র এম জি হাক্কানী ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা সিদ্দিক, এসিল্যান্ড সঞ্জীব সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজল হোসেন রিমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাজী মানিক , পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক রু—ম খাঁ সহ আরো অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।