ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দীর্ঘদিন ধরে বিএসএফের বাধায় বন্ধ থাকার পর গত এক সপ্তাহ ধরে আখাউড়-লাকসাম রেললাইন প্রকল্পের চলমান কাজের অগ্রগতি দেখতে আসেন পররাষ্ট মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। গত শনিবার সকালে তিনি কসবা ও সালদানদী ষ্টেশন রেল লাইনের চলমান কাজ পরিদর্শন করেন।
এসময় বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন রানা, সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আশিক হাসান উল্লাহ, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান ও চলমান প্রকল্পের পরিচালন মোহাম্মদ সুবক্তগীনসহ ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কন্সট্রাকসন’র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, প্রথমে কোভিড-১৯ ও পরবর্তীতে ভারতীয়দের বাধা থাকায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিলো। সাম্প্রতিক সময়ে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসন হওয়ায় গত এক সপ্তাহ ধরে চলমান কাজ দেখতে এসে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বলেন, এখন আর কোন বাধা নেই, সকল সমস্যা দুর হয়েছে। যথা সময়ের মধ্যে কাজ সম্পন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রসংগত, ২০১৬ সালের ১ নভেম্বর শুরু হয় আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের কাজ। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বাধায় কাজটি বন্ধ হয়ে যায়। পরে দুই দেশের উচ্চ পর্যায়, সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও বিজিবি-বিএসএফ’র আলোচনার মাধ্যমে ফের গত ১২ মার্চ থেকে পুরোদমে কাজ শুরু হয়।