গুজরাটের আদালতে রাহুলের দুই বছরের সাজা স্থগিত

প্রশাান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ফৌজদারি মানহানির মামলায় হওয়া ২ বছরের সাজা স্থগিত করেছে আদালত। পাশাপাশি এই মামলায় তাকে জামিন দিয়েছেন বিচারক। আপিল শুনানির দিন ঠিক হয়েছে ১৩ এপ্রিল। শুনানির পর তার সাজার বিষয়ে সিদ্ধান্ত হবে।  

২০১৯ সালের একটি নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি সম্পর্কে মন্তব্য করার জন্য গুজরাট রাজ্যের একটি আদালত তাকে দুই বছরের কারাদন্ড দেয়। কংগ্রেস নেতাকেও পরে এমপি হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। বিরোধী নেতারা শাসক ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেও বিজেপি তা অস্বীকার করে জানায়, মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সাজা স্থগিত না হওয়া পর্যন্ত বা মামলায় খালাস না পাওয়া পর্যন্ত রাহুল জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বিবিসির খবরে বলা হয়, গত সোমবার বিকেলে বোন প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে সুরাত শহরের আদালতে হাজির হন রাহুল। তার আসাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভিড় জমায় কংগ্রেস নেতা-কর্মীরা। তাদের অনেকের হাতে ও টি-শার্টে ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা। পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় সুরাটে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সূত্র: বিবিসি, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published.