প্রশান্তি ডেক্স ॥ জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের ৩ এপ্রিল প্রকাশিত র্যাবের বিষয়ে একটি প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। দলটির পক্ষ থেকে প্রতিবেদনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।
গত ৪ এপ্রিল (সোমবার) বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। বিএনপির মহাসচিব উল্লেখ করেন, স্থায়ী কমিটি মনে করে, এই (ডয়চে ভেলের) ডকুমেন্টারি প্রমাণ করেছে যে, অনির্বাচিত সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। অবিলম্বে সংবিধানবিরোধী, মানবাধিকারবিরোধী অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করার জোর দাবি জানায় বিএনপি। ফখরুল বলেন, ‘সভায় ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ক্ষয়-ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করা হয়।’ তিনি জানান, বিএনপি মনে করে, পর পর এই ধরনের অগ্নিকান্ডের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার ফলেই ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর উদাসীনতা, অযোগ্যতা, দুর্নীতি ও নজরদারির অভাবের কারণে ভয়াবহ পরিণতির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।