প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ভুহলেদারে পরিচালিত আক্রমণে ব্যর্থতার জন্য রুশ সেনাবাহিনীর জেনারেল রুস্তম মুরাদভকে বরখাস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ইংরেজি সংবাদমাধ্যম মস্কো টাইমসকে উদ্ধৃত করে টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।
মস্কো টাইমস-এর খবরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ভুহলেদারে ইউক্রেনীয় সেনাদের ওপর আক্রমণ পরিচালনার সময় রাশিয়ার কয়েক ডজন ট্যাংক ধ্বংস হওয়ার পর জেনারেল রুস্তম মুরাদভকে বরখাস্ত করা হয়। মাইকেল কফম্যান নামের সামরিক বিশ্লেষক বলেছেন, মাইন পুঁতে রাখা ছোট এলাকা দিয়ে মুরাদভ বারবার রুশ সেনাদের আক্রমণে পাঠিয়েছেন। জায়গাটি ছিল উন্মুক্ত। ভুহলেদারে তারাকোনও সাফল্যও অর্জন করতে পারেনি।
বাখমুতের প্রায় ১০০ মাইল দক্ষিণে ভুহলেদাদের লড়াইকে চলমান যুদ্ধে রাশিয়ার জন্য সবচেয়ে বিব্রতকর ব্যর্থতা বলে মনে করা হয়। লড়াইয়ে রুশ সেনাবাহিনী ১৩০টি আর্মরড যান হারিয়েছে। গত সপ্তাহে ইঙ্গিত পাওয়া গিয়েছিল ক্রেমলিন সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে রদবদল আনতে পারে।