বাইডেনের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজের জন্য বিপজ্জনক

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) নিয়ে আলোচনায় পুরো বিশ্ব। এ প্রযুক্তি মানুষের জন্য কতটা মঙ্গল হবে এ নিয়ে রয়েছে তর্ক-বিতর্ক। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, ‘এআই সমাজের জন্য বিপজ্জনক হতে পারে। তবে প্রযুক্তিটি কীভাবে সমাজে প্রভাবিত করতে পারে এখনও দেখার বাকি আছে।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার (৪ এপ্রিল) বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকের শুরুর বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের পণ্য বাজারে ছাড়ার আগে তা নিরাপদ কিনা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। আমার দৃষ্টিতে প্রযুক্তি কোম্পানিগুলোর উচিত জনসাধারণের উদ্দেশে কোনও পণ্য বের করার আগে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা। এইআই বিপজ্জনক কিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এখনও ভালোভাবে দেখার আছে, তবে বিপজ্জনক হতেও পারে।’

বাইডেন আরও বলেন, বিভিন্ন রোগ, জলবায়ু পরিবর্তনের মতো যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলায় সহায়তা করতে পারে এসব প্রযুক্তি। তবে প্রযুক্তিবিদদের আমাদের সমাজ, অর্থনীতি, জাতীয় সুরক্ষার জন্য সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার বিষয়টিও দেখতে হবে।

অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নতুন প্রযুক্তিগুলোতে সুরক্ষা ব্যবস্থা না থাকায় তরুণদের মানসিক ও স্বাস্থ্য এবং সমাজের ওপর ক্ষতি করতে পারে তা ইতোমধ্যে দেখা যাচ্ছে। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published.