প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে ইউক্রেনীয় সেনাদের ‘অবরুদ্ধ’ করার দাবি করেছে রাশিয়া। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার পদাতিক সেনাদের সহযোগিতা করছে বিমানবাহিনীর সদস্যরা। শহরটিতে ইউক্রেনীয় রিজার্ভবাহিনীর প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। শত্রু সেনারা হয়ত পিছু হটতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওয়াগনার গোষ্ঠীর আক্রমণকারী ইউনিট তীব্র লড়াই করছে বাখমুতের কেন্দ্র থেকে শত্রুদের সরিয়ে দিতে। এক বিবৃতিতে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, রাশিয়া বাখমুতকে ঘিরে ফেলেছে, এমনটি বলার সময় এখনও আসেনি।
প্রিগোজিন বলেন, ইউক্রেনের সশস্ত্রবাহিনী রিজার্ভবাহিনীর সেনাদের নিয়ে আসছে। রক্তক্ষয়ী লড়াই হচ্ছে। ফলে বাখমুতকে ঘিরে ফেলা সম্পূর্ণ হয়েছে বলার সময় আসেনি।
এর আগে বুধবার বাখমুতের লড়াই নিয়ে রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছিল। আট মাসের বেশি সময় ধরে রুশ বাহিনী বাখমুত দখলের চেষ্টা করে যাচ্ছে।
ওই দিন ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছিল, বাখমুতের ২০ শতাংশের বেশি ভূখন্ডের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। ওয়াগনার গ্রুপের ৮০ শতাংশের বেশি অঞ্চল দখলের দাবি সঠিক নয়। রুশ মন্ত্রণালয় বলেছিল, ওয়াগনার বাহিনী শহরটির তিনটি ব্লক দখল করেছে। রুশ সেনারা ইউক্রেনীয় রিজার্ভ সেনাদের প্রবেশ ঠেকিয়ে দিয়েছে।
গত বছর ইউক্রেনে আক্রমণের পর কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর রুশ সেনারা বাখমুত দখলের দিকে মনোনিবেশ করেছে। এটিকে ডনেস্ক অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করে রাশিয়া।
তবে গত কয়েক মাস ধরে লড়াইয়ের পরও খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারেনি রুশ বাহিনী। ওয়াগনার গ্রুপ এর আগে বেশ কয়েকবার আগাম সাফল্যের দাবি করেছিল। কিন্তু পরে তা সঠিক বলে প্রমাণিত হয়নি।