প্রশান্তি ডেক্স ॥ স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। প্রান্তিক সাধারণ ও হতদরিদ্র মানুষের জন্য আজীবন কাজ করে যাওয়া মহান এ মানুষটির মৃত্যুতে গোটা দেশের মানুষ শোকাহত। এ ছাড়া সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি শোক জানিয়েছেন রাজনীতিবিদরাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মরহুমের প্রতি শোক জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি জনাব এডভোকেট আবদুল হামিদ, নব-নির্বাচিত আগামীর রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চপ্পু সাহেব এবং বাংলাদেশের জনপ্রীয় দীর্ঘমেয়াদী উন্নয়নসফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা। বাকপটু এবং ঠোটপোড়া কর্মনিষ্ট দৃষ্টান্ত স্থাপনকারী বিনয়ী ও সত্যের নির্ভিক প্রতিক সাহসি দৃষ্টান্ত ও উদাহরণ স্থাপনকারী সহজ-সরল অতি সাধারন জীবন-যাপনকারী মানুষটিকে দেশবাসী ও বিশ্ববাসী মনে রাখবে অনন্তকাল। তারই প্রয়ানে রাজনীতিক ও বিশিষ্টজনদের শোক বানী নিম্নে কতিপয় উল্লেখ করা হলো।
প্রাণিসম্পদমন্ত্রীর শোক: ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গত বুধবার (১২ এপ্রিল) এক শোকবার্তায় তিনি শোক জানান। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধকালে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় অসাধারণ ভূমিকা রেখেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার এ অবদান স্মরণীয় হয়ে থাকবে।
স্বাস্থ্যমন্ত্রীর শোক : ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত বুধবার এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী কেবল একজন চিকিৎসাবান্ধব মানুষই ছিলেন না, তিনি ছিলেন এক নির্ভীক ও প্রকৃত দেশপ্রেমিক মানুষ। তিনি দেশের গরিব মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে ভাবতেন।
মুক্তিযুদ্ধকালে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে চিকিৎসাক্ষেত্রে দরিদ্র মানুষের সেবাদানে অসাধারণ ভূমিকা রেখেছেন ডা. জাফরুল্লাহ। জাতির প্রতি তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আইনমন্ত্রীর শোক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক এক শোকবার্তায় মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, বাংলাদেশের জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে চিকিৎসাসেবায় ডা. জাফরুল্লাহর বিশেষ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।
পরিবেশমন্ত্রীর শোক : ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। গত বুধবার পরিবেশমন্ত্রী শোকবার্তায় বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে কম খরচে দরিদ্রদের চিকিৎসাসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদান চিরস্মরণীয় থাকবে।
জাকের পার্টির শোক : জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানান।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে জনগণের সুলভ স্বাস্থ্যসেবাসহ জাতীয় নানা ইস্যুতে সাহসী ভূমিকা ও অবদানের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়া সবশেষে বা অবশেষে বিএনপিও জনাব প্রয়াত চৌধুরীর মৃত্যুতে শোখ প্রকাশ করেছেন।