গোয়েন্দা তথ্য ফাঁস: সন্দেহভাজনের নাম প্রকাশ করলো মার্কিন মিডিয়া

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্য ফাঁসকারী সন্দেহে এক ব্যক্তির নাম প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম। গত বৃহস্পতিবার সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজনের নাম জ্যাক টেক্সেইরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস এর আগে এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, একটি অনলাইন চ্যাট গ্রুপের নেতারও নাম একই। এই চ্যাট গ্রুপে পেন্টাগনের গোপন নথি ফাঁস হয়েছে। জ্যাক টেক্সেইরা নামের ২১ বছর বয়সী এই যুবক ম্যাসাচুসেটসের এয়ার ন্যাশনাল গার্ডের গোয়েন্দা শাখার এক সদস্য। অবশ্য পত্রিকাটি সন্দেহভাজন তথ্য ফাঁসকারী হিসেবে তার কথা উল্লেখ করেনি। 

পত্রিকাটি অনলাইন গ্রুপের আরও কয়েকজন সদস্যের সাক্ষাৎকারের ভিত্তিতে দাবি করেছে, নথি ফাঁসকারী ব্যক্তিকে তারা অন্তত তিন বছর ধরে চিনতেন।মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সন্দেহভাজন তথ্য ফাঁসকারীকে শনাক্ত করেনি। গেমারদের কাছে জনপ্রিয় সোশাল মিডিয়া অ্যাপ ডিসকর্ড-এ অন্তত ৫০ থেকে ১০০টি গোপন নথি প্রকাশ করা হয়েছে। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মার্কিন এয়ার ন্যাশনালে একজন প্রহরীকে তথ্য ফাঁসের জন্য সন্দেহ করা হচ্ছে। গত বৃহস্পতিবার ম্যাসাচুসেটসে তাকে গ্রেফতার করা হতে পারে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তদন্তকারীরা তথ্য ফাঁসের উৎস শনাক্তের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।

Leave a Reply

Your email address will not be published.