প্রশান্তি ডেক্স ॥ ইউক্রেনে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ বন্ধে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। সোমবার (১৭ এপ্রিল) ব্রাসিলিয়ায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়া ইউক্রেনের সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করতে আগ্রহী।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনে মার্কিন প্রতিরক্ষা সহায়তা নিয়ে দক্ষিণ আমেরিকার এই নেতার মন্তব্যে যুক্তরাষ্ট্রের সমালোচনার মধ্যেই ব্রাজিলে সোমবার ল্যাভরভ ও লুলার এ বৈঠক অনুষ্ঠিত হলো।
শান্তি আলোচনা এবং যুদ্ধ বন্ধ প্রসঙ্গে কিয়েভ বারবার বলে আসছে, রাশিয়া যদি ইউক্রেনের সীমান্ত থেকে রুশ সেনা সরিয়ে নেয় এবং ক্রিমিয়া হস্তান্তর করে তবেই শান্তি আলোচনা সম্ভব।
ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা গত সপ্তাহে বুখারেস্টে ব্ল্যাক সি সিকিউরিটি কনফারেন্সে এক ভাষণে বলেছিলেন, প্রকৃত শান্তি মানে ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পুনরুদ্ধার করা।
টেলিভিশন সংবাদ সম্মেলনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরা বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্থতা করার জন্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর একটি গ্রুপ গঠনের জন্য প্রেসিডেন্ট লুলার আগ্রহ রয়েছে। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ব্রাজিলের অবস্থান পুনর্ব্যক্ত করেছি।
তবে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একতরফা ধারবাহিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্রাজিলের অবস্থান উল্লেখ করে ভিয়েরা বলেন, এমন পদক্ষেপ সারা বিশ্বের অর্থনীতিতে এবং বিশেষ করে অনুন্নত দেশ, যেগুলো এখনও মহামারি ক্ষত কাটিয়ে উঠতে পারেনি সেগুলোতে নেতিবাচক প্রভাব ফেলছে। সূত্র: সিএনএন