প্রশান্তি বিনোধন ডেক্স ॥ তেলুগু, তামিল কিংবা হিন্দি, সব ইন্ডাস্ট্রিতেই তার সরব বিচরণ। গ্ল্যামার আর অভিনয়ে জিতে নিচ্ছেন দর্শকের মন। ফলে একের পর এক বড় সিনেমা তার ঝুলিতে যোগ হচ্ছে। তিনি পূজা হেগড়ে। ভারতের এই সময়ের সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী।
এই ঈদে মুক্তি পেতে যাওয়া বলিউড ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন পূজা। তাই কিছু দিন ধরেই ছবিটি নিয়ে প্রচারণায় সময় দিচ্ছেন তিনি।
সাধারণ এক পরিবার থেকে উঠে এসেছেন পূজা। তাই তিনি মনে করেন, তার ক্যারিয়ার অন্য অনেককে অনুপ্রেরণা জোগাতে পারে। পূজা বলেন, ‘আমার প্রত্যেকটি ছবিকে নিয়েই আমি উচ্ছ্বসিত থাকি। নন-ফিল্ম পরিবার থেকে এসেছি, আমার কাছে যা কিছু এসেছে, সেটা দিয়েই নিজের ক্যারিয়ার তৈরি করেছি। আমি আশা করি আমার গল্পটা কোনও একদিন কাউকে অনুপ্রাণিত করবে।’
পূজা হেগড়ে নিজের ক্যারিয়ার নিয়ে পূজার ব্যাখ্যা এরকম, ‘পথচলা কঠিন ছিল, কারণ সঠিক ছবি বাছাই করা যায় না সবসময়। আমার জার্নি এমন কারও মতো না, একটি হিট ছবি দেওয়ার পর যার পথচলা মসৃণ হয়ে যায়। আমার ক্ষেত্রে সবসময়ই উত্থান-পতন ছিল। এমনও বছর গেছে, কোনও কাজ ছিল না আমার হাতে। এরপর হঠাৎ কাজের স্রোত আসা শুরু হয়। তবে আমি ওই সময়টাও মনে রেখেছি, যখন কোনও কাজ ছিল না। ওই সময়টাই আমাকে আজকের অভিনেত্রী বানিয়েছে। কারণ যখন আমার ছবি ভালো চলেনি, তখন আমি হাল না ছেড়ে এগিয়ে গেছি, নতুন করে শুরু করেছি।’
সিনেমায় পূজার এক দশক পূর্ণ হয়েছে। তার মতে, এই জার্নিটা ‘রোলার কোস্টার’ রাইডের মতো। পূজা বললেন, ‘আমি রাতারাতি সাফল্য পাইনি। আমার দশ বছরের জার্নি রোলার কোস্টার রাইডের মতো ছিল। আপনি যখন রোলার কোস্টার থেকে নামবেন, তখন আপনার চুল এলোমেলো থাকবে, কিন্তু আপনি অসাধারণ একটি সময় উপভোগ করবেন এবং চোখে-মুখে তৃপ্তি থাকবে। এরপর নিজেকেই বলবেন, আবারও করা যাক! নিজের জার্নিকে আমি ঠিক এভাবেই ভাবি।’
প্রসঙ্গত, ‘কিসি কা ভাই কিসি কি জান’ পরিচালনা করেছেন ফরহাদ সামঝি। এতে সালমান-পূজার সঙ্গে আরও আছেন ভেঙ্কটেশ, শেহনাজ গিল, রাঘল জুয়াল, সিদ্ধার্থ নিগম প্রমুখ। ঈদ উপলক্ষে ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস