প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রুশ বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সম্ভাব্য পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনীয় যোদ্ধারা বেশ সুবিধাজনক অবস্থানে আছে। ইউরোপে মার্কিন কংগ্রেসের একটি দলকে গত বুধবার (২৬ এপ্রিল) এ কথা বলেন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল ক্রিস্টোফার ক্যাভোলি। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল ক্রিস্টোফার ক্যাভোলি বলেন, আমরা খুব সতর্কতার সঙ্গে দেখেছি, ইউক্রেনীয়রা ভাল অবস্থানে রয়েছে। সম্ভাব্য আক্রমণ নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।
ক্রিস্টোফার অভিযাগ করে আরও বলেন, যুদ্ধের শুরুর দিকে দিকে কিছু সাফল্য মস্কোর ঘরে ঢুকলেও এখন অনেকটাই ব্যাকফুটে রাশিয়ার স্থল বাহিনী।
এই যুদ্ধে ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, ইউক্রেনীয় বিমান বাহিনীর ৮০টি যুদ্ধবিমান হারিয়েছে। বিপরীতে এক হাজার যুদ্ধবিমানের পাশাপাশি বোমারু হারিয়েছে মস্কো। এছাড়া হাজার হাজার সেনা যুদ্ধের ময়দানে নিহত হয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ নিয়ে বেশ কিছু দিন ধরে জোরেশোরে আলোচনা হচ্ছে। শিগগিরই ইউক্রেন পাল্টা আক্রমণ চালাবে বলে কিয়েভের কর্মকর্তারা দাবি করে আসছেন। তবে কবে এই পাল্টা আক্রমণ শুরু হবে তা সম্পর্কে নিশ্চিত করে ইউক্রেনীয় বা পশ্চিমারা কিছু বলছে না। ধারণা করা হচ্ছে, এমন সামরিক পদক্ষেপের জন্য ইউক্রেনীয় সেনাবাহিনী প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম এখনও পায়নি।