মির্জা ফখরুল’র ভাবনায় আগামীর রাজনীতিতে নতুন কিছু

প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ঈদ আড্ডায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের ৮০ ভাগ মানুষের নেতৃত্ব দানকারী সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আজকের আড্ডায় পেয়ে মনে হচ্ছে, এখান থেকেই আগামীর রাজনীতিতে নতুন কিছু হবে। আমরা সবাই পরিবর্তনের জন্য অপেক্ষা করছি। নতুন দিনের জন্য অপেক্ষা।’

গত বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা ৭টায় গুলশানের ইমান্যুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব। বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে রাজনৈতিক দলের শীর্ষনেতারা অংশ নেন।

সভায় বিএনপির মহাসচিব বলেন, ‘সারা জীবন যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজ গৃহন্তরীণ। তারেক রহমান আজ দেশান্তরী। একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক সমাজ তৈরির জন্য চলমান আন্দোলনে লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা মামলা চলছে। তারপরও আমাদেরকে এগিয়ে যেতে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘গত কয়েকবছর এদেশের রাজনীতিতে যে সংস্কৃতি চলছে তা শোভনীয় নয়। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, তা সম্মান করতে হবে। কাউকে প্রতিপক্ষ বা শত্রু না বানিয়ে নতুন সংস্কৃতি চালু করতে হবে। তাহলেই দেশ ও জাতির কল্যাণ হবে।’

সভাপতির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, ‘সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে এবার নিশ্চয়ই আন্দোলনের সফলতা আসবে।’

আড্ডায় আরও অংশ নেন রাজনীতিক নজরুল ইসলাম খান, বরকত উল্লাহ বুলু, মোস্তফা মোহসীন মন্টু, জোনায়েদ সাকি, নিতাই রায় চৌধুরী, ববি হাজ্জাজ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন।

Leave a Reply

Your email address will not be published.