প্রশান্তি ডেক্স ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ (২০ মে) বিক্ষোভ পালন করছে ১২ দলীয় জোট। এদিন সকাল সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এই জোট।
গত মঙ্গলবার (১৬ মে) রাতে বাংলাদেশ এলডিপি কার্যালয়ে ১২ দলীয় জোটের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় ১২ দলের শীর্ষ নেতা ও মহাসচিবরা অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশ জাস্টিস পার্টিকে চলমান যুগপৎ আন্দোলনে ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান ক্বারী মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ। সেই তাদের যুক্ত সিদ্ধান্তেই আজকের এই বিক্ষোভ।