গত ১৬ই মে ২০২৩ ইং রোজ মঙ্গলবার বেলা আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় সশস্র বাহিনী বিভাগ অফিস হইতে সিএমটিডিতে যাওয়ার সময় পথিমধ্যে একটি হ্যান্ড ব্যাগটি হারিয়ে যায়। যার মধ্যে ছিল মূল্যবান কাগজপত্র এমনকি এসএসসি ও এইচএসসি এর সার্টিফিকেট এবং মুল মার্কসিট। রোল নম্বর যথাক্রমে: এসএসসি ১২১৫৯৫; রেজিষ্ট্রেশন নম্বর ৬১২৪০২/০৮ এবং এইচএসসি এর রোল নম্বর ১৩০৪৮৭; রেজিষ্ট্রেশন নম্বর ৯৭৩৮৮৪, সেশন-২০১০-১১।
যদি কোন সুহৃদয়বান ব্যক্তি ঐ ব্যাগটি অথবা এসএসসি ও এইচএসসি এর সার্টিফিকেট এবং মার্কসিট পেয়ে থাকেন তাহলে দয়া করে নিকটস্থ্য থানায় জমা দিন অথবা মালিকের ঠিকানায় পাঠিয়ে দিন।
নিবেদক
আল ইকরাম
লে: কমান্ডার বিএন
নৌবাহিনী সদর দপ্তর
পি নং-২৬৬৯
মোবাইল নং- ০১৬৭৬৪৭৬৬৮২