‘আর্থিক সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ সমৃদ্ধির পথে এগোচ্ছে’ ব্যবস্থা অর্জনের পথে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি

প্রশান্তি ডেক্স ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশ করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দিশেহারা হয়ে গেছে। শ্রীলঙ্কা, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সংকটে পড়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধাবী নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি সমৃদ্ধির পথে। এই অগ্রযাত্রায় বর্তমানের তরুণ প্রজন্মকে বুদ্ধিদীপ্ত, সাহসী, সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।’

গত বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) সামিট বাংলাদেশ-২০২৩-এর উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জনগণের সেবক হিসেবে সততা, দূরদর্শিতা আর সাহসিকতা দিয়ে স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল ডিজিটাল দেশে রূপান্তর করেছেন। এখন আমাদের গন্তব্য স্মার্ট বাংলাদেশের পথে। স্মার্ট বাংলাদেশ গড়বে আমাদের তারুণ্যের শক্তি। এ জন্য তথ্য প্রযুক্তির অবারিত সব খাতকে ব্যবহার করে দক্ষতা অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘তারুণ্যের শক্তিকে ব্যবহার করে বাংলাদেশ ২০৪১ সাল নাগাদ পৌঁছে যাবে সমৃদ্ধ স্মার্ট দেশের কাঙ্খিত গন্তব্যে।’

জেলা প্রশাসক আবু নাছের ভূঞার সভাপতিত্বে সামিটের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি নাজনীন নাহার।

Leave a Reply

Your email address will not be published.