কসবায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ শুরু

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রনালয়-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত সোমবার (২২ মে) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। ভূমি মন্ত্রনালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা ভ’মি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপন প্রমুখ। এসময় উপজেলা ইউনিয়ন ভ’মি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকার সকল সেক্টরে কাজ করছেন। তারই ফল সরূপ এখন থেকে ঘরে বসেই এ্যাপসের মাধ্যমে ভুমি মালিকগন সকল প্রকার ভ’মি সেবা গ্রহন করতে পারবেন। এর ফলে সময় এবং অর্থের অপচয় হবেনা।

Leave a Reply

Your email address will not be published.