ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামের ইঞ্জিনিয়ার রাজু আহম্মদের পুকুরে গত বুধবার দিবাগত রাতে রাতের আধারে কে বা কাহারা বিষ দিয়ে মাছ মেরে ফেলে। ভুক্তভোগী রাজু আহমেদ বলেন আমি বিগত এক বছর ধরে মাছ চাষ করে আসছি। গত বুধবার দিবাগত রাতে কে বা কাহারা বিষ দিয়ে আমার পুকুরের সব মাছ মেরে ফেলে এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে জেলে কোরবান আলী বলেন পুকুরে যখন মাছ মরে পানিতে ভাসতেছে দেখে এলাকাবাসীর কাছ থেকে শুইনা আমি আমার একটি কনীজাল নিয়ে মাছ দরতে আসি। মাছ দরার এক পর্যায়ে আমার জালে একটি ডিরিটন ওষুধের বিষের বোতল পাই এবং এতে ঔষধ দেখতে পাই।
ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদের ছোট ভাই রানা বলেন আমি যখন ফজর নামাজ পড়ে পুকুর পাড়ে যায় গিয়ে দেখি মাছ পানিতে ভাসতেছে তখন পানিতে নেমে পানিতে বিষের গন্ধ পাই। পরে স্থানীয় জেলেরা যখন মাছ ধরতে আসে তখন তাদের জালে একটি বিষের বোতল দেখতে পাই। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এবিষয়ে কসবা থানা (ভারপ্রাপ্ত কর্মকতা) ওসি মহিউদ্দিনের সাথে কথা বললে ওসি বলেন আমি শুনেছি এবিষয়ে এখন পর্যন্ত আমার কাছে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।