বছর আসে বছর যায় কিন্তু সেই সাথে বাজেটও আসে আর বাজেটও যায়। কিন্তু এই বাজেটকে কেউ মনে রাখেনা বা বাজেট কারো মনে দাগও কাটে না। বাজেট কি এই বিষয়টি বুঝেন খুবই নগন্য সংখ্যক মানুষ। বিশেষ করে আমিও বাজেটের আদ্যপ্রান্ত বুঝিনা বা বুঝতেও চাই। তবে বাজেট আসলে কিছু জিনিসের দাম বাড়ে আর কিছু জিনিসের দাম কমে; এইটা দিন, মাস, বছর পেরিয়ে পরিপক্কতার সময় এসে বুঝতে বা আন্দাজ করতে পেরেছি। তবে মিডিয়ার কল্যাণে এই বাজেট ঘোষনা বা বাজেট শব্দটিকে বর্তমানে সবাই চিনে।
বাংলাদেশ সৃষ্টির পর থেকেই এই বাজেটের যাত্রারাম্ভ হয়েছিল যা আজও অব্যাহত আছে। তবে এর রকম ফের পাল্টিয়েছে। নতুনত্ব এসেছে, বাজেটে সরকারের আয় বৃদ্ধির ব্যবস্থা হয়েছে। জনগণের সম্পদকে বাজেট দ্বারা সরকারী কোষাগারে নেয়ার সুন্দর ব্যবস্থা হয়েছে। সরকারী সেবার তুলনায় বাজেটে জাতিকে পরিশোধের দায় খানিকটা স্বল্প কিন্তু এই স্বল্পটুকুই পরিশোধ করতে সততাশ্রয়ীরা ধরাশায়ী। কিন্তু এর বিপরীতে যারা রয়েছে তাদের পরিশোধে কোন ঝামেলা নেই বরং সত্যাশ্রয়ীদের তুলনায় ঝামেলা কম এবং পরিশোধের রকম-ফেরও কম। বাজেট দ্বারা অর্জিত অধিকার প্রয়োগের ক্ষেত্রে যারা অধিষ্ঠীত তারা যে আহরণ করেন তার মধ্যে সততা বা সত্যাশ্রয়ী স্বভাব প্রকাশীত হয়ে চর্চায় লিপ্ত থাকলে হয়ত আহরিত অর্থের যোগান ও অর্জন পরিপূর্ণতায় পরিপূর্ণ হতো। কিন্তু তা কবে হবে তাও চিন্তার কারণে পরিণত হয়েছে এবং সত্যাশ্রয়ী মানুষজনদের প্রেসার বৃদ্ধির কারণে পরিণত হয়েছে। বাজেট নিয়ে কথা বলার সময় সবাই-ই যেন পারদর্শী এবং সবাই -ই যেন বাংলাদেশের কল্যাণে বাজেট বিশারদ হয়ে কিছু একটা করে দেখানোর প্রচেষ্টা চালান। আদতে তারা কিন্তু প্রয়োজনীয় সময়ে কিছুই করতে পারেননি যা পরিক্ষীত। সমালোচনা ও নেতিবাচক বক্তব্য দিয়ে বাজেট প্রত্যাখ্যান করে জনমনে নেতিবাচকতা তৈরী করাই যেন এদের কাজ। বাজেট পরবর্তী সময় ও পূর্ববর্তী সময় আর এদের দেখা মিলে না। তাই এই সকল হম্বিতম্বি না করে বরং বাজেটকে স্বাগত জানিয়ে আগামীর করণীয়তে কাজ করুন। সরকারের সঙ্গে মিলে মিশে ফলপ্রসু বাজেট উপহারে এবং জনকল্যাণে বাজেট ব্যবহারে মনোযোগী হউন। আর নয় সমালোচনা এবং নেতিবাচক বিষবাস্প ছড়ানো। গতানুগতিক বক্তব্য দিয়ে হারিয়ে যাওয়ার চেয়ে বরং বাজেটের সঙ্গে থেকে একে এগিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের এমনকি দেশপ্রেমিকের কাজ। আসুন বাজেটকে স্বাধুবাদ জানাই এবং করনীয়তে গঠনমূলক পরামর্শ প্রদান করি। আর বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে প্রত্যেকেরই ভুমিকা অতুলনীয়। আসুন বাজেট বান্ধব কর্মকান্ড পরিচালন করি এবং বাজেট সুফল ও সফলতা প্রত্যেকের ঘরে পৌছে দেই।