ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজা ও তিনটি গাড়িসহ ৪ জনকে আটক করেছে কসবা থানা পুলিশ। গত বুধবার রাত্রে কসবা উপজেলার খাড়েরা ও বিনাউটি দুই ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগা মাঠের কাছে রাস্তার উপর একটি সিএনজিকে তল্লাশী চালিয়ে ১০ কেজি গাজাসহ সিএনজি আটক করে, রাতে কুটি ইউনিয়নের বিলঘর এলাকার ভাদুখাল ব্রীজের পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে ২০ কেজি গাজাসহ ৩ জনকে আটক করা হয়। এবং বায়েক শাহআলম ডিগ্রী কলেজের রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি নীল রংগের পিকআপ থেকে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাজা জব্দ করা হয়।
আটক কৃতরা হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পীর মহেশপুর (মধ্যপাড়া) এলাকার আবু তাহেরের ছেলে হাবিবুর রহমান হাবিব, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুইয়া পানিয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো. হৃদয় মিয়া, একই উপজেলার নোয়াপাড়া এলাকার মো. অবিদ মিয়ার ছেলে মো. মাইনউদ্দিন ও আকবপুর এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী অরুনা আক্তার ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিনাউটি ও খাড়েরা ইউপির পঞ্চগ্রাম ঈদগাহ মাঠের সামনে অভিযান পরিচালনা করে সিএনজিচালিত অটোরিকসাসহ হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার অটোরিকসা তল্লাসী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, রাত ৯ টার দিকে পৃথক অভিযানে উপজেলার কুটি ইউপির বিলঘর ভাদু খাল ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোবাইকসহ হৃদয়, মাইনউদ্দিন ও অরুনা আক্তারকে আটক করা হয়। পরে ব্যাটারিচালিত অটোবাইক তল্লাসী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে বায়েক ইউনিয়নের শাহআলম ডিগ্রী কলেজের পাশে রাস্তার উপর পরিত্যক্ত অবস্থা পরে থাকা নীল রংগের একটি পিকআপ তল্লাশী চালিয়ে ১৩ কেজি গাজা আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।