প্রশান্তি ডেক্স ॥মানব জীবনে চোখের কোনো বিকল্প নেই। চোখের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। আর সেই চোখের যত্নে ধামরাইয়ে সাদ চক্ষু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি চক্ষু ক্যাম্প করেছে আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
গত শুক্রবার (২ জুন) সকাল থেকেই বাংলাদেশ পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের উদ্যোগে আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় সাদ চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।
দেশের দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা দেওয়াই আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশের মূল লক্ষ্য এমনটাই জানান প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. সালমান আহমেদ।
তিনি আরোও জানান, আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে চলেছে। তার মধ্যে বাংলাদেশে এখন পর্যন্ত ৪৩টি জেলায় এধরনের সেবা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে এ সেবা প্রদান করা হবে। যারা আর্থিক ভাবে অস্বচ্ছল, চোখের চিকিৎসা করাতে পারছে না তাদের জন্যই এই মানবিক সেবা।
এ ক্যাম্পেইনে চোখে ছানি পড়া রোগীদের সেবা, অপারেশন, ইত্যাদি সুবিধা দেওয়া হচ্ছে। তিনজন অভিজ্ঞ ডাক্তারসহ ২৫ জনের একটি দল এই সেবা দিচ্ছে। এখানে প্রায় (১০০০) এক হাজার চক্ষু রোগী চিকিৎসা সেবা নিয়েছে। এখান থেকে বাছাই করা ২০০ জনকে চোখের ছানি অপারেশেন করা হবে। শুধু তাই নয়, অপারেশন পরবর্তী দুই মাসের ওষুধ, চশমা ইত্যাদি দেওয়া হবে। নিজস্ব পরিবহনে পৌঁছে দেওয়া হবে গন্তব্যে। ফলোআপ করা হবে দুই মাস পর্যন্ত। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। যাদের অপারেশন প্রয়োজন নেই তাদের চিকিৎসার জন্য সমস্ত ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
সাদ চক্ষু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা জানান, আমাদের প্রতিষ্ঠানটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা এ ধরনের মহৎ কাজের সঙ্গে একাত্ব হতে পেরে খুবই আনন্দিত। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ধামরাইবাসীকে সেবা করার লক্ষ্য থেকেই এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়া।