প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেছেন, ‘আমরা আশা করি বাংলাদেশে ২০২৩ সালে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কাজেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না রাশিয়া। ’
গত বৃহস্পতিবার (০৮ জুন) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেন, ‘পশ্চিমা দেশগুলোর রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের কারণে রাশিয়া-বাংলাদেশ বাণিজ্যের পরিমাণ ২১ দশমিক ৪ শতাংশ কমে ২ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনও রকম প্রভাব পড়ছে না। এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ শিডিউল অনুসারে চলছে এবং যথাসময়ে কাজ শেষ হলে উৎপাদন শুরু হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। রাশিয়া এতে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না। নির্বাচনের পর যারা সরকার গঠন করবে, আমরা তাদের সঙ্গে একযোগে কাজ করবো।’
বর্তমান সরকারের অধীনে সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার বিশ্বাস।’
তিনি বলেন, ‘রাশিয়ার বৃহত্তম গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সহযোগী প্রতিষ্ঠানগুলো ২০১২ সাল থেকে বাংলাদেশের গ্যাসক্ষেত্রে সফলভাবে কূপ কনন করছে। সম্প্রতি ভোলায় ২০তম কূপ খননের কাজ শেষ করেছে। ২০২২ সালে সরকারি-বেসরকারি সংস্থাগুলো প্রায় ৯ লাখ ২০ হাজার মেট্রিক টন গম সরবরাহ করেছে। যা বাংলাদেশের আমদানির ৪২ শতাংশ।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ এবং রাশিয়ার অনারারী কনসাল স্থপতি আশিক ইমরান।