বাংলাদেশের অগ্রযাত্রা অভাবনীয়: ব্রিটিশ বিচার বিষয়ক ছায়া মন্ত্রী

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ব্রিটিশ সংসদের চারবারর সংসদ সদস্য ও বিচারবিষয়ক ছায়ামন্ত্রী লর্ড চান্সলর স্টিভ রিড বলছেন, নানা সংকট সত্ত্বেও বাংলাদেশ অগ্রযাত্রা ও সাফল্যের যাত্রাপথ অভাবনীয়। বিশেষ কর শিক্ষাব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশ এগিয়ে চলছে। তিনি বলেন, এ ছাড়া ব্রিটেনের মূলধারায় রাজনীতিত কাউন্সিলর মোহাম্মদ ইসলামের মমতা রাজনীতিবিদরা অসামান্য অবদান রাখছেন। ব্রিটেনের অর্থনীতি, রাজনীতি তথা আজকের ব্র্রিটিশ সমাজব্যবস্থায় ব্রিটিশ বাংলাদেশিদের অবদান অতন্ত গৌরবের। স্টিভ রিড সম্প্রতি বাংলাদেশ সফরের কথা স্মরণ করে বলেন, ব্রিটিশ বাংলাদেশিরা আমাকে ‘স্টিভ ভাই’ নামে ডাকেন। এ পরিচয়ে আমি আনন্দিত। ব্র্রিটেনে বাংলাদেশিদের প্রধান ব্যবসা ইন্ডাস্ট্রির সংকট নিরসন তিনি কাজ করছেন বলেও জানান। ক্রয়োডন কাউন্সিলের লেবার গ্রুপ চেয়ারম্যান কাউন্সিলর মোহাম্মদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য দেন ব্রিটেনের পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়ক ছায়া মন্ত্রী সংসদ সদস্য সারা জোনস।

আরও বক্তব্য দেন ক্রয়োডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র আপপু শ্রীনিভাষন, হেলাল আব্বাস, কাউন্সিলর স্টুয়ার্ড কিং, কাউন্সিলর হুমায়ুন কবীর, কাউন্সিলর মোহাম্মদ ওসমান গনি, কাউন্সিলর সাবিহা কামালী ও সংগঠনটির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোবারক আলী, মিজানুর রহমান আবলুস প্রমুখ। গত বৃহস্পতিবার (১৫ জুন) দুপরে হাউস অব কমন্সের জুবিলি রম নয়াবন্দর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ইউকের রজতজয়ন্তীর এই অনুষ্ঠান ব্র্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published.