কসবা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ১০হাজার ৭৫০কেজি চিনিসহ ৪জন গ্রেফতার

ভজন শংকর আচার্য্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ১০ হাজার ৭৫০ কেজি (১১ টন) চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চিনি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।

গত শুক্রবার (১৬ জুন) উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপে তল্লাশি করে এসব চিনিসহ তাদের আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ১০ হাজার ৭৫০ কেজি (১১ টন) চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চিনি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।

গত শুক্রবার (১৬ জুন) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপে তল্লাশি করে এসব চিনিসহ তাদের আটক করা হয়।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন (তিতাস ২৪ টিভিকে) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধ পথে আসা চিনি উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় কাঠেরপুল থেকে কুটি বাজারগামী পাকা রাস্তায় একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপে তল্লাশি করে ১০ হাজার ৭৫০ কেজি চিনি জব্দ করা হয়। যানবাহনগুলো জব্দের পাশাপাশি চারজনকে আটক করা হয়েছে। চিনি উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.