দেশের সংবিধান অনুযায়ী দ্বাদশ সংসদ নিবার্চন অনুষ্ঠিত হবে——আইমন্ত্রী

ভজন শংকর আচার্য্য, কসবা প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বাষির্কীতে কসবা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায়  ভিডিও কন্সফান্সের মাধ্যমে  প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এম পি  বলেন, দেশের সংবিধান অনুযায়ী দ্বাদশ সংসদ নিবার্চন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশের ক্ষতি করতে না পারে সেজন্য বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল অংগ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আইনমন্ত্রী  আনিসুল হক আরো বলেন, আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি ,চট্রগ্রামে বঙ্গবন্ধু ট্যানেল নিমির্ত হয়েছে। বাংলাদেশ এখন  উন্নয়নের অভিযাত্রায় থেকে  এদেশের সকল মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছে। এসব দেখে কারো কারো সহ্য হচ্ছেনা । তবে বাংলাদেশকে  আর কেউ দাবিয়ে রাখতে পারবে না।

গতকাল শুক্রবার (২৩জুন) দুপুরে কসবা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল; বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরন।

উপজেলা  পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় কসবা পৌর  মোয়র এম জি হাক্কানীর সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন : উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  ও উপজেলা চেয়ারম্যান এডঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামীলীগ  সাবেক সাধারণ সম্পাদক কাজী মো : আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা প্রেস ক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, জেলা পরিষদের মহিলা সদস্য প্রভাষক রোমানুল ফেরদৌসী, উপজেলা ছাত্রলীগ আহবাকয় মোঃ আফজাল হোসেন রিমন ও যুগ্ম আহবায়ক কাজী মানিক। অনুষ্ঠান  পরিচালনায় ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম সরকার ও পৌর আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক মোঃ রুস্তম খা।

Leave a Reply

Your email address will not be published.