ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা শ্রী শ্রী গৌর গোবিন্দ প্রেম সেবা কুঞ্জের উদ্যোগে ১৮তম ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আগামী ২০ জুন হতে ২৮ জুন পর্যন্ত ৯ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
গত বুধবার ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সপ্তাহব্যাপী শ্রী শ্রী জগন্নাথ কথা শ্রবণ করাবেন, চট্টগ্রাম শ্রী শ্রী কৃষ্ণা নন্দ মঠের মঠাধক্ষ শ্রীল শ্রীকৃষ্ণ দাস বাবাজি এবং শ্রী অবিরাম দাসজি, গৌরীপুর, ময়মনসিংহ। ২৮ জুন অনুষ্ঠিত হবে শ্রী শ্রী উল্টো রথযাত্রা অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানাদিতে আপনারা আমন্ত্রিত। জয় জগন্নাথ।