রবিবার থেকে ব্যাংক খোলা

প্রশান্তি ডেক্স ॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে আগামী রবিবার (২ জুলাই) থেকে খুলছে ব্যাংক ও বিমা কোম্পানির অফিস। একইসঙ্গে শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন।

ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকায় টানা পাঁচ দিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকে। আগামীকাল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে আগের সূচিতে। অর্থাৎ, সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে উদযাপিত হয় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ উপলক্ষে প্রথমে ২৮, ২৯ ও ৩০ জুন নির্ধারিত হয় সরকারি ছুটি। পরে সরকারের নির্বাহী আদেশে ২৭ জুনও সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এতে ঈদে সরকারি ছুটি মেলে চার দিন। ৩০ জুন চার দিনের ছুটি শেষ হলেও ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে আরও একদিন ছুটি পেয়ে যান সরকারি চাকরিজীবীরা। এতে টানা পাঁচ দিন ছুটি মেলে তাদের।

সরকারি নির্দেশনা মেনে ব্যাংক ও বিমা কোম্পানিতে ঈদ উপলক্ষে চার দিনের ছুটে দেওয়া হয়। ফলে ব্যাংক ও বিমা কোম্পানির চাকরিজীবীরাও টানা পাঁচ দিনের ছুটি পেয়ে যান। এদিকে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও শেয়ারবাজারের মতো ঈদ উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ ছিল বিমা কোম্পানির অফিসও।

Leave a Reply

Your email address will not be published.